ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

জঙ্গিবাদ রুখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
জঙ্গিবাদ রুখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান এ কে এম শহীদুল হক (ফাইল ছবি)

ঢাকা: জঙ্গিবাদ রুখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, প্রত্যেক ব্যক্তি, পরিবার, সমাজ তাদের নিজ নিজ জায়গা থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে; পুরো জাতিকে এক হতে হবে। তবেই আমরা চূড়ান্ত সাফল্য পাবো।

সিলেটে জঙ্গিবিরোধী অভিযানে প্রাণ হারানো লে. কর্নেল আবুল কালাম আজাদ স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (০৪ এপ্রিল) র‌্যাব সদর দফতরে তার স্মরণে দোয়ার আয়োজন করা হয়।

শহীদুল হক বলেন, জঙ্গিদের বিষয়ে আপনারা সাংবাদিকসহ সবার সহযোগিতা কামনা করছি, জঙ্গিবাদ রুখতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আমরা সিলেটের ঘটনা থেকে শিক্ষা নিয়েছি, সেই অভিজ্ঞাতা পরবর্তীতে কাজে লাগবে, যেন আগামীতে এমন দুর্ঘটনা না ঘটে।

বাংলাদেশ সময়: ০৬৩২ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
এসটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।