ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান ও ছাত্রদল নেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৩ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান ও ছাত্রদল নেতা নিহত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও জেলা ছাত্রদল নেতা নিহত হয়েছেন।

নিহতরা হলেন-জেলার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাকি বিল্লাহ জুয়েল ও ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রনি ভূঁইয়া।

বুধবার (৫ এপ্রিল) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার শান্তিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে জুয়েল ও রনি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথে সরাইল উপজেলার শান্তিনগর এলাকায় একটি বাস তাদের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন।

খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় জুয়েল ও রনি উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে মারা যান জুয়েল।

সরাইল বিশ্বরোড় হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, ০৫ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।