মঙ্গলবার (০৪ এপ্রিল) রাত আড়াইটার দিকে মহাখালীর কাঁচাবাজার সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাছেদের বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলায়।
বাছেদের সহকর্মী সাইদুল ইসলাম বাংলানিউজকে জানান, বাছেদ এবং আইজুল বাড্ডা এলাকায় থাকতেন। বাছেদ সিটি করপোরেশনের ময়লার গাড়ি চালাতেন। রাতে গাড়ি চালানোর সময় মহাখালী কাঁচা বাজারের সামনে চাকা নষ্ট হয়ে যায়। তখন চাকা খুলে মেরামত করার সময় বালু বোঝাই একটি ট্রাক চাপা দিলে দু’জনে গুরুতর আহত হন।
আহত অবস্থায় দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৪টার দিকে বাছেদকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। আহত আইজুল হাসপাতালে চিকিৎসাধীন।
বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
এজেডএস/আরআর/টিআই