বুধবার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় রাসিক-এর সচিব খন্দকার মাহবুবুর রহমান তাকে দায়িত্ব বুঝিয়ে দেন।
এর আগে নগরভবনে প্রবেশকালে দলীয় নেতা-কর্মীরা তাকে সংবর্ধনা দেন।
এ সময় তিনি বলেন, গত দুই বছর ধরে নগর সেবা ও উন্নয়ন এলোমেলো হয়েছে। আগামী ১৫ মাসে চ্যালেঞ্জ হবে নির্বাচনী প্রতিশ্রুতির অর্ধেক হলেও বাস্তবায়ন করা। পরিচ্ছন্ন নগরী গড়তে প্রয়োজনে চারগুণ পরিশ্রম করবেন বলে তিনি জানান।
বুলবুল বলেন, করপোরেশনের সব খাত কী অবস্থায় আছে তা জেনে আগামী শনিবার (৮ এপ্রিল) সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। পরিচ্ছন্ন নগর গড়তে তিনি নগরবাসী ও সরকারের সহায়তাও কামনা করেন।
এর আগে গত রোববার (২ এপ্রিল) বেলা সোয়া ৩টার দিকে রাসিক কার্যালয়ে গিয়ে দায়িত্বভার নেন বুলবুল। কিন্তু দায়িত্ব নেওয়ার ১০ মিনিটের মধ্যেই সিটি করপোরেশনে ফ্যাক্সযোগে তার বরখাস্তের আদেশ আসে।
স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মুহাম্মদ আনোয়ার পাশা স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, মোসাদ্দেক হোসেন বুলবুলের বিরুদ্ধে মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১, রাজশাহীর মামলা নং-১৩৬/১৫ (বোয়ালিয়া থানার মামলা নং-১৭, ৮ ফেব্রুয়ারি-২০১৫) অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। সেহেতু স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯(২০০৯ সালের ৬০ নম্বর আইন) এর ১২ এর উপধারা (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে তাকে সাময়িক বরখাস্ত করা হলো।
এরপর মঙ্গলবার (৪ এপ্রিল) সাময়িক বরখাস্তের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন বুলবুল। রিট আবেদনের শুনানি শেষে ওইদিনই বুলবুলের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেন হাইকোর্ট। এ পরিপ্রেক্ষিতে তিনি বুধবার দায়িত্বভার গ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭/আপডেট: ১৩৫০ ঘণ্টা
এসএস/আরআর/এমজেএফ