ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ২ হাজার বোতল ফেনসিডিলসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৯ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
বেনাপোলে ২ হাজার বোতল ফেনসিডিলসহ যুবক আটক বেনাপোলে ২৩৫০ বোতল ফেনসিডিলসহ মাদক বিক্রেতা আটক

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্তে দুই হাজার ৩৫০ বোতল ফেনসিডিলসহ হারুনুর রশিদ (৩০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (০৫ এপ্রিল) সকাল ৮টার দিকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা বেনাপোলের গয়ড়া বাজারে এক প্রাইভেটকারসহ তাকে আটক করেন।

আটক হারুনুর রশিদ বেনাপোল পৌরসভার দিঘিরপাড় গ্রামের মৃত দলিল উদ্দীনের ছেলে।

বিজিবি জানায়, এক সংবাদের ভিত্তিতে বিজিবি অভিযান চালিয়ে বেনাপোলের গয়ড়া বাজারে একটি প্রাইভেটকার আটক করে। পরে সেখানে তল্লাশি করে ফেনসিলসহ মাদক বিক্রেতা হারুনুর রশিদকে আটক করা হয়।

বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের সুবেদার শহিদুল ইসলাম বাংলানিজকে বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
এজেডএইচ/জিপি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।