বুধবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার সময় ওই আদেশের চিঠিটি নলডাঙ্গা পৌরসভায় এসে পৌঁছেছে। পৌরসভার সচিব ও সহকারী প্রকৌশলী সাফিউল কবির বাংলানিউজকে এ চিঠি প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০০৩ সালে প্রতিষ্ঠিত নলডাঙ্গা পৌরসভাকে তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করার ফলে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নসহ নাগরিক মর্যাদা বৃদ্ধি পাবে। ইউজিআইআইপি, মাঝারি শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্প, বৈদেশিক সাহায্যপুষ্ট উন্নয়ন তহবিল ও জলবায়ু তহবিলসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সম্ভব হবে।
নলডাঙ্গা পৌরসভার মেয়র শফির উদ্দিন মণ্ডল বাংলানিউজকে জানান, মেয়র নির্বাচিত হওয়ার প্রায় এক বছরের মধ্যে পৌরসভাটি দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হওয়ায় তিনি খুব খুশি।
এছাড়া গত এক বছরে রাস্তা-ঘাট উন্নয়নসহ পৌর এলাকায় গরুর হাট অনুমোদন, ভবন নির্মাণে পৌরসভার উদ্যোগে ৫০ শতাংশ জমি অধিগ্রহণ, পৌরসভার রাজস্ব আয় বৃদ্ধি এবং সরকারের ধারাবাহিক উন্নয়ন বরাদ্দ দেওয়ার পাশাপাশি আরো অতিরিক্ত প্রায় এক কোটি টাকার উন্নয়ন বরাদ্দ পাওয়া গেছে। সর্বশেষ পৌরসভাটি দ্বিতীয় শ্রেণীতে উন্নীতকরণের মধ্য দিয়ে আরো এক ধাপ এগিয়ে গেল পৌরসভাটি।
তিনি বলেন, খুব শিগগিরই জলবায়ু উন্নয়ন তহবিল থেকেও পৌরসভার উন্নয়নে বিশেষ বরাদ্দ পাওয়া যাবে।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ০৫ এপ্রিল, ২০১৭
আরএ