ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় ৩ জেএমবি সদস্য ৫ দিনের রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৮ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
গাইবান্ধায় ৩ জেএমবি সদস্য ৫ দিনের রিমান্ডে

গাইবান্ধা: গাইবান্ধায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৫ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে গাইবান্ধার অতিরিক্তি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়নুল আবেদীন তাদের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে জেলার পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর ইউনিয়নের তালুকজামিরা গ্রামের এক বাড়ি থেকে তাদের আটক করে জেলা পুলিশ।

এসময় তাদের কাছ থেকে বেশকিছু জিহাদি বই জব্দ করা হয়।  

রিমান্ড প্রাপ্তরা হলেন-পলাশবাড়ী উপজেলার কিশামত কেওয়াবাড়ী গ্রামের নুরুল আকন্দের ছেলে মেহেদুল ইসলাম (৩৫), জেলার গোবিন্দগঞ্জ উপজেলার জগদীশ পাচপাড়ার আব্দুস সাত্তারের ছেলে দেলোয়ার হোসেন (৩০) ও গাইবান্ধা সদরের রামচন্দ্রপুর গ্রামের মৃত নজলার রহমানের ছেলে আতাউর রহমান মন্টু (৩৫)।  

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শফিকুল ইসলাম শফিক বাংলানিউজকে জানান, দুপুরে পুলিশ সন্ত্রাস দমন আইনে তিন জেএমবি সদস্যের সাতদিন করে রিমান্ড আবেদন করে আদালতে। বিচারক শুনানি শেষে পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।