ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

বাহুবলে লাইনের উপর পাহাড় ধসে ট্রেন চলাচলে বিঘ্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৮ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
বাহুবলে লাইনের উপর পাহাড় ধসে ট্রেন চলাচলে বিঘ্ন

হবিগঞ্জ: প্রচণ্ড বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর রেল স্টেশনের কাছে পাহাড় ধসে লাইনের উপরে পড়ায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে।

বুধবার (৫ এপ্রিল) সকাল ১০টায় পাহাড় ধসে ঢাকা-সিলেট রেলপথে পড়ে চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রীমঙ্গল রেল জংশন মাস্টার মো. জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, সকালে পাহাড়ি ঢলের কারণে পাহাড় ধসে রেল লাইনের উপরে পড়ে।

খবর পেয়ে দ্রুত রেলওয়ে শ্রমিকরা মাটি সরিয়ে ফেলে। এতে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ৩৫ মিনিট দেরিতে শ্রীমঙ্গল ছেড়ে যায়।

শায়েস্তাগঞ্জ রেল জংশন মাস্টার মো. সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, এ ঘটনায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস শায়েস্তাগঞ্জে ৫০ মিনিট অপেক্ষ‍ার পর গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, ০৫ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।