ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন জঙ্গি রাজীব গান্ধী 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন জঙ্গি রাজীব গান্ধী 

গাইবান্ধা: সন্ত্রাস বিরোধী আইনে গাইবান্ধার গোবিন্দগঞ্জে দায়ের করা মামলায় গ্রেফতারকৃত জঙ্গি জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 

বুধবার (৫ এপ্রিল) বিকেলে গোবিন্দগঞ্জ সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এএসএম তাসকিনুল হক তার জবানবন্দি রেকর্ড করেন।  

জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বাংলানিউজকে জানান, রাজীব গান্ধীর বিরুদ্ধে ২০১৬ সালে গোবিন্দগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা হয়।

ওই মামলায় রাজীবকে ৩০ মার্চ পাঁচদিনের রিমান্ডে নেওয়া হয়। বুধবার বিকেলে রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

তিনি আরো জানান, রাজীব ২০১৫ সালের ২ জুন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পল্লী চিকিৎসক মাহাবুবর রহমান ডিপটিকে গুলি করে হত্যা ও ২০১৫ সালের ১৯ জুলাই সাঘাটা উপজেলার বসন্তেরপাড়ায় ফজলে রাব্বী নামে এক জেএমবি সদস্যকে গুলি করে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

গুলশানের হলি আর্টিজানে হামলার অন্যতম পরিকল্পনাকারী রাজীব গান্ধী। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পশ্চিম রাঘবপুর ভূতমারি গ্রামের ওসমান গণি মণ্ডলের ছেলে।  

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।