বুধবার (৫ এপ্রিল) বিকেলে ৩টার দিকে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার জসিম মিয়া ও রমজান হোসেন।
রূপগঞ্জ থানার ইন্সপেক্টর সাজ্জাত হোসেন বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছিলেন ওই দুই ব্যবসায়ী। গোপন সংবাদ সংবাদের ভিত্তিতে বিকেলে সেখানে অভিযান চালিয়ে ২শ’ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
আরবি/