ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

সোনিয়ার সঙ্গে রাহুলও আসছেন হাসিনা সাক্ষাতে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
সোনিয়ার সঙ্গে রাহুলও আসছেন হাসিনা সাক্ষাতে শেখ হাসিনা- সোনিয়া গান্ধী- রাহুল গান্ধী

নয়াদিল্লি থেকে: ভারতের কংগ্রেস পার্টির নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে তার ছেলে রাহুল গান্ধীও দেখা করবেন নয়াদিল্লি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।

রাহুল গান্ধী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে বিশেষ আগ্রহ দেখানোর পর প্রধানমন্ত্রীর কর্মসূচির মধ্যে তাকে যোগ করা হয়েছে।

শেখ হাসিনার সঙ্গে ভারতের রাষ্ট্রপতির বাসভবনে ৮ এপ্রিল সন্ধ্যায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরের প্রস্তুতি নিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামী ৭ এপ্রিল দুপুরে নয়াদিল্লি আসছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে অবস্থান করবেন।

সফরের প্রথম দিনে বিকেল তিনটায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এরপরে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সম্মানে আয়োজিত সংবর্ধনায় অংশ নেবেন।

দ্বিতীয় দিন ৮ এপ্রিল সকাল ৯টায় রাষ্ট্রপতি ভবনের 'ফোর কোর্টে' বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেওয়া হবে গার্ড অব অনার। এরপর শেখ হাসিনা রাজঘাটে যাবেন।

এরপর হায়দ্রাবাদ হাউজে চলবে দুই দেশের দ্বিপক্ষীয় বৈঠক। বৈঠকের আগে দুই দেশের প্রধানমন্ত্রী একান্তে আলাপ করবেন। বৈঠক শেষে বঙ্গবন্ধুর আত্মজীবনীর হিন্দি অনুবাদ মোড়ক উন্মোচন করবেন হাসিনা-মোদি। এরপরেই তারা দেবেন যৌথ ঘোষণা।

বিকেল সাড়ে তিনটায় দিল্লি ক্যান্টনমেন্টে মানিকশো সেন্টারে শেখ হাসিনা ৭১’ এ শহীদ ভারতীয় যোদ্ধাদের স্বজনদের হাতে সিলভার ক্রেস্ট ও ৫ লাখ টাকা তুলে দেবেন প্রধানমন্ত্রী।

তৃতীয় দিন ৯ এপ্রিল আজমীর শরিফে গিয়ে হজরত খাজা মঈনুদ্দিন চিশতির (রহ.) মাজার জিয়ারত করবেন। বিকেলে ফিরে প্রধানমন্ত্রী ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

রাতে প্রণব মুখার্জির দেওয়া নৈশভোজে অংশ নেবেন শেখ হাসিনা ও তার মন্ত্রীরা। নরেন্দ্র মোদি ও মমতা ব্যানার্জি সেখানে হাজির থাকবেন।

সফরের শেষ দিন ১০ এপ্রিল সকালে দু’দেশের ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন শেখ হাসিনা। বিকেলে ভারত সফর শেষে দেশে ফিরবেন।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, এপ্রিল ০৫,২০১৭
কেজেড/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।