ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

পহেলা বৈশাখে মোটরসাইকেলে ২ জন নয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
পহেলা বৈশাখে মোটরসাইকেলে ২ জন নয় বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল/ছবি: অনিক খান

ময়মনসিংহ: পহেলা বৈশাখে মোটরসাইকেলে একজনের বেশি আরোহী থাকতে পারবে না এবং সূর্যাস্তের আগেই বাইরের সব অনুষ্ঠান শেষ করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের সার্বজনীন উৎসব। এ উৎসব নির্বিঘ্নে যাতে মানুষ করতে পারে সেজন্য সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

বুধবার (৫ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেন্টারে পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের আগে স্থানীয় সাংবাদিকদের একথা বলেন মন্ত্রী।

জঙ্গিদের কোন গ্রুপ নেই, এরা ষড়যন্ত্রকারী মন্তব্য করে তিনি বলেন, জঙ্গিদের উদ্দেশ্য একটাই, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। দেশের মানুষ জঙ্গিদের দেশ থেকে বিতাড়িত করতে চাইছে। জঙ্গিরা কিছু করার চেষ্টা করলে জনগণ তাদের প্রতিরোধে এগিয়ে আসছে।

জঙ্গিবাদ বৈশ্বিক সমস্যা জানিয়ে তিনি বলেন, আইপিইউ সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। ১৩৩টি দেশের প্রতিনিধি আমাদের সুন্দর সম্মেলন উপহার দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। তারা বলেছেন, বাংলাদেশ সাকসেসফুল সম্মেলন করতে পেরেছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মক্কা ও মদীনা শরীফের ইমামরা আসছেন। তাদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন, সুন্দরভাবে এ আয়োজন শেষ করতে নিরাপত্তা বাহিনী তৎপর ও সতর্ক রয়েছে।

ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ৬৫ কিলোমিটার সিসি ক্যামেরা নেটওয়ার্কের আওতায় আনায় ময়মনসিংহ জেলা পুলিশের কার্যক্রমের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মোট ৪শ সিসি ক্যামেরা থাকবে। এর মধ্যে ১২৮টি স্থাপন হয়েছে। ময়মনসিংহ নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এমন উদ্যোগ প্রশংসনীয়।

স্মার্ট ঢাকা উপহার দেওয়ার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ঢাকা আংশিক সিসি ক্যামেরার আওতায় রয়েছে। পর্যায়ক্রমে ঢাকার সব এলাকা ও দেশের শহরগুলোকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে।

বিভিন্ন সময়ে জঙ্গিবাদ নির্ম‍ূলে কর্তব্যরত পুলিশ সদস্যদের আত্মত্যাগের কথা স্মরণ করে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, তারা জীবন দিয়ে প্রমাণ করেছে তারা দেশকে কত ভালোবাসে।

পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে রেঞ্জের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম।

এ সময় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, অতিরিক্ত ডিআইজি ড .আক্কাছ উদ্দিন ভূঞা, মন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) ড. হারুন অর রশিদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী ময়মনসিংহ পৌঁছেই আওয়ামীলীগ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু, মহানগর যুবলীগ আহ্বায়ক মোহাম্মদ শাহীনুর রহমান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
এমএএএম/এএ

* মন্ত্রীর চোখ ৬০ কিলোমিটার দূরে!
** বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে যাচ্ছেন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।