ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন- ছবি: আনোয়ার হোসেন রানা

ঢাকা: মাদারীপুরের কালকিনি উপজেলায় একটি জাতীয় দৈনিকের উপজেলা প্রতিনিধি শহিদুল ইসলামকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন পালন করেছে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা।

সোমবার (১০ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে উপস্থিত ছিলেন- সংস্থার চেয়ারম্যান এস এম নজরুল ইসলাম, মহাসচিব এস এম ঈস্রাফিল হাওলাদার,পরিচালক আকরাম হোসেন প্রমুখ।

 
বক্তারা বলেন, ‘দৈনিক যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি শহিদুল ইসলামকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে।

এ ঘটনায় তিনি মামলা করতে গেলে এলাকার প্রভাবশালী নেতা জড়িত থাকায় পুলিশ মামলা নেয়নি। উল্টো তাকে ‘চাঁদাবাজির মামলায়’ গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। পরে হাইকোর্টের নজরে আসায় ঘটনাটির তদন্ত করা হচ্ছে’।

‘আমরা চাই, সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনা হোক’।

বক্তারা আরও বলেন, ‘সাম্প্রতিক সময়ে সাংবাদিকরা নির্যাতিত ও সহিংসতার শিকার হচ্ছেন। হত্যা, খুন, গুম, হামলা থেকে শুরু করে বিভিন্ন নির্যাতন বেড়েছে’। এ ধরনের নির্যাতনের ঘটনায় দায়ীদের আইনের আওতায় এনে শাস্তির দাবিও জানান তারা।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
এমনসি/জিপি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।