ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

বাঙালির কাছে দিল্লি মানেই ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রোড’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
বাঙালির কাছে দিল্লি মানেই ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রোড’ বাঙালির কাছে দিল্লি মানেই ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রোড’/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কেউ কোথাও বেড়াতে গেলে ওই অঞ্চলের বিখ্যাত স্পটগুলোকেই প্রথম পছন্দের জায়গায় রাখেন। সেসব ঘুরে ঘুরে দেখেন, আর খোঁজেন ইতিহাস-ঐতিহ্য।

নয়াদিল্লি ঘুরতে এলে পর্যটকেরা এতোদিন ইন্ডিয়া গেট, কুতুব মিনার, লালকেল্লা, লোটাস টেম্পল, হুমায়ুনের সমাধি, কনট প্লেস, অক্ষরধাম মন্দির ও পার্ক স্ট্রিটের মতো ইতিহাসের সাক্ষী বিখ্যাত স্থানগুলো ঘুরতে যেতেন। বাংলাদেশি তথা বাঙালির কাছেও এই স্থানগুলোই পছন্দের জায়গা ছিল এতোদিন।


বাঙালির কাছে দিল্লি মানেই ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রোড’/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমএবার থেকে বাঙালির পছন্দের স্পটের জায়গায় আরও আবেগ-শ্রদ্ধা নিয়ে যুক্ত হলো পার্ক স্ট্রিটের নাম। এই সড়কের নতুনভাবে নাম রাখার ফলে, বাঙালির স্বাধীন পরিচয়দাতা ও বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামাঙ্কনের মধ্য দিয়ে।

বাংলাদেশ-ভারতের বন্ধুত্বের স্মারক হিসেবে গত ৭ এপ্রিলের প্রথম প্রহরে পার্ক স্ট্রিটের নাম‍াঙ্কন হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার দিনের নয়াদিল্লি সফরের আগের দিন সিদ্ধান্ত নিয়ে রাতেই পার্ক স্ট্রিটের নাম বদলে করা হয় ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রোড’।
বাঙালির কাছে দিল্লি মানেই ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রোড’/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমএরপর শনিবার (৮ এপ্রিল) দুপুরে হায়দ্রাবাদ হাউজে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বৈঠক শেষে নতুনভাবে নামাঙ্কিত এ সড়কের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

উদ্বোধনের পর শনি ও রোববার (৮ ও ৯ এপ্রিল) নয়াদিল্লিতে ছিল ছুটির দিন। তবে সোমবার প্রাণবন্ত দেখা যায় নতুনভাবে পরিচয় পাওয়া পার্ক স্ট্রিট, তথা ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সড়ক’।
বাঙালির কাছে দিল্লি মানেই ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রোড’/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নয়াদিল্লির প্রাণকেন্দ্রের শঙ্কর রোড-মন্দির মর্গ ট্রাফিক চত্বর থেকে রাষ্ট্রীয় রাম মনোহর লোহিয়া হসপিটালের সামনে মাদার টেরিজা ক্রিসেন্ট পর্যন্ত ঔপনিবেশিক আমলের বিখ্যাত সড়কটি যে এখন নয়াদিল্লিগামী বাঙালি পর্যটকদের প্রধান গন্তব্য হবে তা সহজেই অনুমেয়।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
এইচএ/

আরও পড়ুন
** যারা বলে দেশ বিক্রি করে গেলাম তারা অর্বাচীন
** তিস্তায় মোদিতে ভরসা ‘পাতা নেহি দিদিমনি কেয়া করেগি’
** প্রণবের সঙ্গে ৭১’র স্মৃতিচারণ, প্রশংসায় সোনিয়া
** হাসিনা-প্রণব সাক্ষাৎ, এরপর নৈশভোজে
** শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে সোনিয়া-রাহুল
** নৈশভোজে হাসিনার জন্য ব্যস্ত ৩২ পাচক​
** আজমীর শরিফ জিয়ারত করলেন প্রধানমন্ত্রী​
** সকালে আজমীর যাচ্ছেন হাসিনা, সন্ধ্যায় প্রণবের নিমন্ত্রণ
** হাসিনা-মমতা সাক্ষাৎ, কথা হলো তিস্তা ও অন্যান্য প্রসঙ্গে
** বাংলাদেশ-ভারত বন্ধন ভ্রাতৃত্বের, যৌথ ঘোষণা
** ভারতীয় সেনাদের আত্মত্যাগে বাংলাদেশ চির কৃতজ্ঞ​
** ৩৬ চুক্তি, সমঝোতা স্মারক সই, এলওসি ৫ বিলিয়ন ডলার

** মুক্তিযোদ্ধাদের জন্য মোদির তিন ঘোষণা
** ৪.৫ বিলিয়ন ডলার ঋণ দেবে ভারত
** ঢাকা-দিল্লি যৌথ ঘোষণায় সম্পর্কের সব বিষয় সমন্বয়​
** যে যে বিষয়ে ২২ চুক্তি-স্মারক
** প্রযুক্তিতে দু’দেশের তরুণপ্রজন্মকে যুক্ত করতে হবে

** মুক্তিযুদ্ধে ভারতীয় শহীদদের সম্মাননা দিলো বাংলাদেশ
** ভারত আমাদের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী
** এ সফর দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেবে
** তিস্তা ‘গুরুত্বপূর্ণ’: মোদি, শিগগির ‘সমাধান’: হাসিনা
** বাংলায় নববর্ষের শুভেচ্ছা জানালেন মোদি
** বাংলাদেশ-ভারত ২২ চুক্তি সই
** ভারতীয় সেনাদের সম্মাননার সিদ্ধান্ত হৃদয় ছুঁয়েছে
** হিন্দিতে বঙ্গবন্ধুর আত্মজীবনীর মোড়ক উন্মোচন 
** গান্ধীজি অনুপ্রেরণার প্রতীক, লিখলেন হাসিনা​
** শেখ হাসিনাকে গার্ড অব অনার নয়াদিল্লিতে
** আজ আনুষ্ঠানিক অভ্যর্থনা, একান্ত বৈঠক ও চুক্তি স্বাক্ষর
**হাসিনার সঙ্গে সুষমা স্বরাজের সাক্ষাৎ
** প্রণব-মোদি-সোনিয়াদের জন্য ঝুড়ি ঝুড়ি উপহার হাসিনার
** আমি অভিভূত, বললেন প্রধানমন্ত্রী
** সম্পর্ক নতুন উচ্চতায় নিতে দৃঢ়প্রতিজ্ঞ মোদি
** দিল্লিতে হাসিনার আগমনে মোদির চমক
** তিস্তা চুক্তির বিষয়ে আশাবাদী শেখ হাসিনা

** দিল্লিতে হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানালেন মোদি
** নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী
** হাসিনার শহীদ সম্মাননা তালিকায় অংশুয়ার বদলে সুগন সিং

** প্রধানমন্ত্রীকে নিয়ে দিল্লির পথে ডানা মেললো আকাশপ্রদীপ​
** দু’দেশের বন্ধুত্ব নতুন উচ্চতায় নেবে হাসিনার সফর
** ৬ মন্ত্রী ২৫ সচিবসহ ৩৫১ সফরসঙ্গী প্রধানমন্ত্রীর

**ভারতীয় ৭ শহীদের স্বজনদের ক্রেস্ট দেবেন প্রধানমন্ত্রী
** গুরুত্বপূর্ণ সফরে শুক্রবার দিল্লি যাচ্ছেন হাসিনা 
** মমতা রাজি না হলে কেন্দ্রের সিদ্ধান্তে রফা তিস্তা ইস্যুর
** তিস্তায় কত জল!
** শেখ হাসিনার আগমন ঘিরে নয়াদিল্লিতে সাজ সাজ রব
** শহীদ সম্মাননা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্য বাংলায়
** সোনিয়ার সঙ্গে রাহুলও আসছেন হাসিনা সাক্ষাতে

** ‘তিস্তার পানিবণ্টন চুক্তি অসম্ভব নয়’
**তিস্তা চুক্তির বিষয়ে আশাবাদী শেখ হাসিনা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।