র্যাব-১৪ ময়মনসিংহের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শরীফুল ইসলাম সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ভৈরব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আটক তহুরা হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই গ্রামের মাওলানা মঈনুল ইসলাম চৌধুরীর মেয়ে।
ফেসবুকের মাধ্যমে সায়মা খাতুন, রফিকুল ইসলাম প্রকাশ জুনায়েদের সঙ্গে পরিচয় সূত্রে প্ররোচিত হয়ে ১৫ মার্চ বাসা থেকে বের হন তহুরা। এরপর তাদের সহযোগিতায় কুমিল্লা হয়ে কক্সবাজারের উদ্দেশে রওয়ানা হন। কক্সবাজারে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য বসবাস শুরু করেন তারা।
সেখানে ১৯ মার্চ জুনায়েদের সঙ্গে বিয়ে করেন তহুরা। এরপর আত্মগোপনে থাকার উদ্দেশে ব্রাহ্মণবাড়িয়া শহরের আত্মীয়ের বাড়িতে অবস্থান নেন। পরে তাকে আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭/আপডেট:২১৫৫
ওএইচ/জেডএম/আরএ