ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
কুমিল্লায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা

কুমিল্লা: কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় আজাদ (২৬) নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার গলিয়ারা ইউনিয়নের গোলাই এলাকার রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।  

নিহত আজাদ উপজেলার ৬ নং পূর্ব জোড়কানন ইউনিয়নের কতুয়ার পাড় গ্রামের মোহন মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাতে অজ্ঞাত পরিচয় কয়েকজন লোক আজাদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।

কুমিল্লা সদর থানার  উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রব বাংলানিউজ জানান, কে বা কারা হত্যা করেছে তা তদন্ত শেষে জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
আরআইএস/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।