সোমবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার গলিয়ারা ইউনিয়নের গোলাই এলাকার রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত আজাদ উপজেলার ৬ নং পূর্ব জোড়কানন ইউনিয়নের কতুয়ার পাড় গ্রামের মোহন মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাতে অজ্ঞাত পরিচয় কয়েকজন লোক আজাদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।
কুমিল্লা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রব বাংলানিউজ জানান, কে বা কারা হত্যা করেছে তা তদন্ত শেষে জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
আরআইএস/জেডএম