ভারতের সাইকেল র্যালি মানিকগঞ্জে- ছবি:বাংলানিউজ
মানিকগঞ্জ: বাঙালি সংস্কৃতির অন্যতম ঐতিহ্য পহেলা বৈশাখকে সামনে রেখে বাংলাদেশ-ভারতের সম্পর্ক আরও জোরদার করতে সম্প্রতি বাংলাদেশে সাইকেল র্যালি শুরু করে ভারতের একটি সাইক্লিং দল। গত রোববার সন্ধ্যায় র্যালিটি মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থায় এসে পৌঁছায়।
সোমবার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে র্যালিটি মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ত্যাগ করে ঢাকার উদ্দেশে রওনা হয়।
সাইকেল র্যালির দলনেতা মিহির দাশ বাংলানিউজকে জানান, ২০ জনের একটি দল নিয়ে সাতদিন মেয়াদী বাংলাদেশ সফরে বের হয়েছি।
ভারত বাংলাদেশের সম্পর্ককে আরও জোরদার করতে আমাদের এই সাইকেল যাত্রা।
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
জিপি/আরআই
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।