সোমবার (১০ এপ্রিল) দুপুর ১টার দিকে উত্তরার ১২ নং সেক্টরের ১২ নম্বর রোডে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিতে আসা গুলিবিদ্ধ আবিদুল ইসলাম বাংলানিউজকে জানান, সহকর্মী আবুল কালাম আজাদকে নিয়ে উত্তরার ১২ নং সেক্টরের ১২ নম্বর রোড দিয়ে যাওয়ার সময় দু’টি মোটরসাইকেলযোগ মুখোশধারী ৬ দুর্বৃত্ত তাদের পথ গতিরোধ করেন।
তিনি আরও জানান, একটি বেসরকারি প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে কর্মরত। উত্তরার জনপথ মোড়ের একটি ব্যাংক থেকে পাঁচ লাখ তুলে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
এজেডএস/ওএইচ/জেডএস