ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

ম্যানেজারকে গুলি করে ৫ লাখ টাকা ছিনতাই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
ম্যানেজারকে গুলি করে ৫ লাখ টাকা ছিনতাই

ঢাকা: রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টর এলাকায় আবিদুল ইসলাম (২৬) নামে একটি বেসরকারি কোম্পানির ম্যানেজারকে গুলি করে পাঁচ লাখ টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা।

সোমবার (১০ এপ্রিল) দুপুর ১টার দিকে উত্তরার ১২ নং সেক্টরের ১২ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিতে আসা গুলিবিদ্ধ আবিদুল ইসলাম বাংলানিউজকে জানান, সহকর্মী আবুল কালাম আজাদকে নিয়ে উত্তরার ১২ নং সেক্টরের ১২ নম্বর রোড দিয়ে যাওয়ার সময় দু’টি মোটরসাইকেলযোগ মুখোশধারী ৬ দুর্বৃত্ত তাদের পথ গতিরোধ করেন।

এসময় দুর্বৃত্তরা তার বাম পায়ে কয়েকটি গুলি করে সঙ্গে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়।

তিনি আরও জানান, একটি বেসরকারি প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে কর্মরত। উত্তরার জনপথ মোড়ের একটি ব্যাংক থেকে পাঁচ লাখ তুলে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
এজেডএস/ওএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।