ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

সাভারে সন্ত্রাসীদের হামলায় শিক্ষার্থী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
সাভারে সন্ত্রাসীদের হামলায় শিক্ষার্থী নিহত সাভারে সন্ত্রাসীদের হামলায় শিক্ষার্থী নিহত। ছবি: বাংলানিউজ

সাভার: সাভারে বহিরাগত সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

সোমবার (১০ এপ্রিল) দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান বাজারে সিটি ইউনিভার্সিটির সামনে এ ঘটনা ঘটে।

সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অভিযোগ, রোববার (০৯ এপ্রিল) ওই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শাহেদের সঙ্গে আরেক শিক্ষাথী বাপ্পির প্রেম সংক্রান্ত বিষয়ে প্রচণ্ড ঝগড়া হয়।

এরপর সোমবার দুপুরে শাহেদের বন্ধুরা সিটি ইউনিভার্সিটির সামনে দাঁড়িয়ে ছিলেন। সেসময় বাপ্পির ভাড়াটে সন্ত্রাসীরা কিছু বুঝে ওঠার আগে শিক্ষার্থীদের উপর এলোপাথাড়িভাবে গুলি বর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হয় ওই বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের সিফাত ও অন্য বিভাগের শিক্ষার্থী বাসুদেব।

পরে অন্য শিক্ষার্থীরা তাদেরকে দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে, সিফাতকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এবং বাসুদেবকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে।

এ বিষয়ে সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম বলেন, আমরা জড়িতদের আটক করতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছি।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহত ওই কলেজ ছাত্রের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায় বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।