ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

শেখ হাসিনা-মোদি আমলেই তিস্তা চুক্তি হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
শেখ হাসিনা-মোদি আমলেই তিস্তা চুক্তি হবে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শন করছেন ওবায়দুল কাদের

মুন্সীগঞ্জ: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা ও মোদির আমলেই তিস্তার পানি বন্টন চুক্তি সম্পাদিত হবে। চুক্তির খসরা প্রস্তুত, শুধু অনুমোদনের অপেক্ষায়।

সোমবার (১০ এপ্রিল) দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোরা এলাকায় বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, শেখ হাসিনার বর্তমান সফরের মধ্য দিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক বহুমাত্রিক উচ্চতা পেয়েছে।

এ সম্পর্কের মাধ্যমে ভারত-বাংলাদেশের অমিমাংসিত সমস্যাগুলোরও সমাধান হবে। বিএনপি জনবিচ্ছিন্ন, আন্দোলনে ব্যর্থ, ভারত বিরোধিতার পুরনো রেকর্ড বাজিয়ে যাচ্ছে।

মন্ত্রী ঢাকা মাওয়া মহাসড়কের চলাচলরত যানবাহনের ফিটনেস এবং সার্টিফিকেট যাচাই বাছাই করেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৩টি মামলা এবং ৩৬ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, ১০ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।