ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

ফেনীতে মুচলেকা দিয়ে মুক্তি পেলো ৫ ইভটিজার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
 ফেনীতে মুচলেকা দিয়ে মুক্তি পেলো ৫ ইভটিজার মুচলেকা দিয়ে মুক্তি পেলো ৫ ইভটিজার

ফেনী: ফেনীতে মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছে ৫ বখাটে। সোমবার (১০এপ্রিল) দুপুরে ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বাংলানিউজকে জানান, ইভটিজিং প্রতিরোধে দুপুরে স্কুল ছুটির সময় বিদ্যালয়ের সামনে অভিযানে চালানো হয়। এ সময় স্কুলের সামনে দাঁড়ানো বখাটে মুফাসির, তন্ময়, আজিজ, নুরুজ্জামান ও নাজিম উদ্দিন নামে ৫ জনকে আটক করা হয়।

পরে তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলে মুচলেকা দিয়ে ছেড়ে দেন বিচারক।  

সোহেল রানা বাংলানিউজকে জানান, ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সকালে ক্লাস শুরু ও ছুটির পর বিদ্যালয়ের সামনে বেশ কিছু বখাটে ঘোরাফেরা করে এমন অভিযোগ পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।