ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বাংলানিউজকে জানান, ইভটিজিং প্রতিরোধে দুপুরে স্কুল ছুটির সময় বিদ্যালয়ের সামনে অভিযানে চালানো হয়। এ সময় স্কুলের সামনে দাঁড়ানো বখাটে মুফাসির, তন্ময়, আজিজ, নুরুজ্জামান ও নাজিম উদ্দিন নামে ৫ জনকে আটক করা হয়।
সোহেল রানা বাংলানিউজকে জানান, ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সকালে ক্লাস শুরু ও ছুটির পর বিদ্যালয়ের সামনে বেশ কিছু বখাটে ঘোরাফেরা করে এমন অভিযোগ পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
জেডএস