ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
কুষ্টিয়ায় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে হাফিজুল ইসলাম নামে এক যুবককে হত্যার দায়ে আসাদুল সর্দার নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত আসাদুল সর্দার দৌলতপুর উপজেলার পাকুড়িয়া গ্রামের পঁচা সর্দারের ছেলে।

সোমবার (১০ এপ্রিল) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন।

এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী বাংলানিউজকে জানান, ২০০৭ সালের ১৫ মার্চ সকাল সাড়ে ১১টায় জেলার দৌলতপুর উপজেলার পাকুড়িয়া গ্রামের আওয়াল মণ্ডলের ছেলে হাফিজুল ইসলাম বাড়ির পাশে নিজের ভূট্টা খেতে যান। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে তাকে কুপিয়ে রেখে পালিয়ে যায় একই গ্রামের আসাদুল সর্দার ও তার ভাই সাইদুল সর্দার। পরে তার মৃত্যু হয়।

ঘটনার দিন নিহত হাফিজুলের বাবা আওয়াল মণ্ডল বাদী হয়ে আসাদুল সর্দার ও তার ভাই সাইদুল সর্দারকে আসামি করে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা করেন। এদের মধ্যে সাইদুল সর্দারের মৃত্যু হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেন আদালত। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসাদুল সর্দারের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সোমবার বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ১০ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।