সোমবার (১০ এপ্রিল) দুপুরে সিলেট মহানগর মুখ্য হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
গত ১৮ ফেব্রুয়ারি পরিবহন শ্রমিক আহুত ধর্মঘট প্রত্যাহার নিয়ে সিলেট মহানগর পুলিশ সদর দফতরে আয়োজিত বৈঠক থেকে বেরোনোর পর শফিকুর রহমান চৌধুরীর গাড়ি ভাংচুর করে অবরোধকারীরা।
পরদিন রাতে আবু সরকারসহ অবরোধকালে গাড়ি ভাঙচুরকারীদের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা করে পুলিশ। আওয়ামী লীগ নেতার পক্ষে দায়ের করা মামলায় অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করা হলেও ওই ঘটনায় আবু সরকার জড়িত ছিলেন বলে প্রমাণ পায় পুলিশ।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
এনইউ/জিপি/আরআই