ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

সাদুল্যাপুরে ২৭ হাজার ইয়াবাসহ আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
সাদুল্যাপুরে ২৭ হাজার ইয়াবাসহ আটক ৪ ইয়াবাসহ আটক ৪ জন

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুরে ২৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১০ এপ্রিল) বিকেলে সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বকশিগঞ্জ বাজার এলাকা থেকে তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন-সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বকশিগঞ্জ বাজারের বোয়ালীদহ গ্রামের আলিম উদ্দিন (৫৫) তার ছেলে সবুজ মিয়া (২৫), পলাশবাড়ী উপজেলার মুরালীপুর গ্রামের মাহাবুর রহমানের ছেলে মনিরুজ্জামান মিয়া (৩০) ও একই গ্রামের জহুরুল ইসলামের ছেলে নাজমুল মিয়া (২২)।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আলিম উদ্দিন উত্তরাঞ্চলে খুচরা ও পাইকারি ইয়াবা ট্যাবলেট কেনাবেচা করে আসছিলেন। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আলিম উদ্দিন ও তার ছেলেসহ চারজনকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে পলিথিনে মোড়ানো ২৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবাগুলোর আনুমানিক মূল্য প্রায় কোটি টাকা।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে সাদুল্যাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ১০ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।