ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে দেয়াল চাপায় ৩ শ্রমিক আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
রাজধানীতে দেয়াল চাপায় ৩ শ্রমিক আহত আহত শ্রমিকদের একজন

ঢাকা: রাজধানীর রাজারবাগ এলাকায় দেয়াল চাপায় ৩ নির্মাণ শ্রমিক আহত হয়েছেন।

রাজারবাগ পুলিশ লাইন সংলগ্ন গ্রিন লাইন বাস কাউন্টার ও পেট্রোল পাম্পের মধ্যবর্তী স্থানে ড্রেন তৈরি করছিলেন ওই তিন শ্রমিক। এ সময় পাশের একটি বাড়ির দেয়াল ভেঙে চাপা পড়ে আহত হন তারা।

সোমবার (১০ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দু’টি গাড়ি ও একটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। চাপা পড়া তিন শ্রমিককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহত তিনজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
এজেডএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।