সোমবার (১০ এপ্রিল) সিলেট জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মামলার মাধ্যমে এ জরিমানা আদায় করে। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসান ও মো. আশরাফুল আলম।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নগরীর কাজলশাহ ইসকন মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ ভোজনালয় অ্যান্ড মিস্টান্ন ভান্ডারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করে বিক্রি এবং লাইসেন্স বিহীন ব্যবসা করায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে অভিযানিক দল নগরীর আম্বরখানা চিয়ার্স বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেন। তাৎক্ষণিক জরিমানা আদায়ের মাধ্যমে মামলার নিষ্পত্তি করা হয়।
অভিযানে বিএসটিআই’র ফিল্ড অফিসার মো. পারভেজ মিয়া ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
এনইউ/জিপি/জেডএম