সোমবার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় আহত হন ওই কলেজছাত্রসহ আটজন। বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থী মারা যান।
নিহত শিক্ষার্থী কলিমুল্লাহ ডিগ্রি কলেজের ছাত্র বলে জানা গেলেও তার নাম জানা যায়নি।
গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এইচ এম হাশেম আলী বাংলানিউজকে জানান, সকালে হিমাচল পরিবহনের ঢাকাগামী একটি বাস একটি হিউম্যান হলারকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে হিউম্যান হলারের আট যাত্রী আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে ওই কলেজছাত্রের মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
এসআই