ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রাক উল্টে নারীসহ নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
গাজীপুরে ট্রাক উল্টে নারীসহ নিহত ২ উল্টে যাওয়া ট্রাক/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের জাঝড় এলাকায় একটি সিমেন্ট বোঝায় ট্রাক উল্টে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের লক্ষ্মীপুরা এলাকার মৃত বিল্লাল হোসেনের স্ত্রী আকলিমা বেগম (৫০) ও সিরাজগঞ্জের সদর থানার করম আলীর ছেলে ওহাব (৪২)।

সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬টার দিকে গাজীপুর-নারায়ণগঞ্জ বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. আব্দুস সালাম বাংলানিউজকে জানান, জাঝড় এলাকায় বড় বোনের বাসায় বেড়াতে এসে বিকেলে গাজীপুর-নারায়ণগঞ্জ বাইপাস সড়কের পাশে একটি দোকানে যান আকলিমা বেগম। অটোরিকশা চালক ওহাবও ওই দোকানে চা পান করতে যান।

এসময় গাজীপুর ভোগড়াগামী সিমেন্ট বোঝায় ট্রাকটি অন্য একটি গাড়িকে ওভারকেট করতে গিয়ে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আকলিমা বেগমের মৃত্যু হয় ও ওহাব গুরুতর আহত হন।

অটোরিকশা চালক ওহাবকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

নিহত আকলিমার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওহাবের মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭/ আপডেট: ১৯৪৫ ঘণ্টা
আরএস/ওএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।