ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

ৠাবের অভিযান শেষে আতিয়া মহল পুলিশের কাছে হস্তান্তর 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
ৠাবের অভিযান শেষে আতিয়া মহল পুলিশের কাছে হস্তান্তর  প্রেস ব্রিফিং

সিলেট: সিলেটের দক্ষিণ সুরমা শিববাড়ি জঙ্গি আস্তানা আতিয়া মহলে ‘অপারেশন ক্লিয়ার’ সম্পন্ন করেছে র‌্যাব। অভিযান সমাপ্তের বিষয়টি নিয়ে সোমবার (১০ এপ্রিল) বিকেলে আতিয়া মহল সংলগ্ন কন্ট্রোল রুমে প্রেসব্রিফিং করেন র‌্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমদ। 

তিনি বলেন, ৩ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে আতিয়া মহলের বিস্ফোরক ও আইইডি অপসারণের দায়িত্ব দেওয়া হয়। তারপর থেকে গত এক সপ্তাহের অভিযানে আতিয়া মহলে যেসব বিস্ফোরক ছিল, সেগুলো অপসারণ করে র‌্যাবের আইইডি ও বোম্ব বিস্ফোরক ইউনিট।

 

বিল্ডিং কোড না মেনে ভবনটি তৈরি করায় অপারেশনাল ক্ষয়ক্ষতি এড়াতে অভিযানে সময় নেওয়া হয়েছে। সোমবার র‌্যাবের অভিযান সমাপ্ত করে আতিয়া মহলের দায়িত্ব পুলিশকে হস্তান্তর করা হয়েছে, জানিয়েছেন র‌্যাব অধিনায়ক।
  
এদিকে আতিয়া মহলের দায়িত্ব বুঝে নেওয়ার পর পুলিশের ক্রাইম সিন ইউনিট আবারো আতিয়া মহলে ফিতা টানিয়ে রাখে।  

পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মুছা বাংলানিউজকে বলেন, ভবনের দায়িত্ব বুঝে পেয়েছি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ক্রাইমসিন সংগ্রহের স্বার্থে ফিতা টানিয়ে ভবনটি সুরক্ষিত করে রেখেছে। মঙ্গলবার সকাল ১০টায় ভবনটি মালিককে হস্তান্তর করা হবে।  

আতিয়া মহলের মালিক উস্তার আলী বাংলানিউজকে বলেন, ভবনে জঙ্গিরা আস্তানা গাড়ার ব্যাপারে তিনি কিছুই জানতেন না। বাসার তত্ত্বাবধায়ক অগ্রিম এক হাজার টাকা নিয়ে কোম্পানির লোক হিসেবে ভাড়া দিয়েছিলো।  

তবে ভাঙা ভবনটি মেরামত বা নতুন করে করার ব্যাপারে প্রকৌশলীর সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেবেন তিনি। ভবন বুঝে পাওয়ার পর ভাড়াটিয়াদের ডেকে তাদের মালামাল নিয়ে যেতে বলবেন, বলেন উস্তার আলী।  

এর আগে ৮ এপ্রিল (শনিবার) বিকেলে আতিয়া মহল পরিদর্শন শেষে সন্ধ্যায় র‌্যাব-৯ সিলেটের সদর দফতর আম্রকাননে প্রেস ব্রিফিং করেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর মহাপরিচালক বেনজির আহমদ।  

এক সপ্তাহের অভিযানের শুরুতে ভবন থেকে দুই জঙ্গির মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয় র‌্যাব। এরপর ভবন থেকে ৯টি তাজা বিস্ফোরক উদ্ধার করে ধ্বংস করা হয়। সেইসঙ্গে বিপুল বিস্ফোরক সরঞ্জাম, রাসায়নিক দ্রব্য, ইলেক্ট্রনিক সরঞ্জাম, বোম্ব বানানোর সার্কিট উদ্ধার করা হয়। যেগুলো দিয়ে উচ্চক্ষমতাসম্পন্ন বোম্ব বানানো যেতো বলেও ব্রিফিংয়ে বলেন র‌্যাব অধিনায়ক।  

উদ্ধার কাজে র‌্যাবকে সহায়তা করায় সিলেট মহানগর পুলিশ, সিলেট সিটি করপোরেশন (সিসিক), ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। প্রেস ব্রিফিংয়ের সময় র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

গত ২৪ মার্চ ভোরে জঙ্গিদের অবস্থান নিশ্চিত হতে পেরে সিলেটের শিববাড়ি আতিয়া মহল ঘেরাও করে রাখে পুলিশ। এদিন বিকেলে সোয়াট সদস্যরা আতিয়া মহলে ঘটনাস্থলে উপস্থিত হলেও ভবনের নিরীহ ২৮ পরিবারের বাসিন্দাদের উদ্ধার জটিলতায় অভিযানে যায়নি সোয়াট। পরে সেনাবাহিনীকে ডাকা হলে এদিন রাতে সেনাবাহিনীর প্যারা-কমান্ডো সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

২৫ মার্চ শনিবার সকালে আতিয়া মহলের বাসিন্দাদের উদ্ধারের পর বেলা ২টা ৫ মিনিটে জঙ্গিদের প্রতিরোধে অভিযান টোয়াইলাইট পরিচালনা করে সেনাবাহিনী। তিনদিন অভিযানের পর মঙ্গলবার টোয়াইলাইট সমাপ্ত করে ব্যারাকে ফিরে সেনাবাহিনী।

অভিযানে চার জঙ্গি নিহত হয়। দুই জঙ্গির মরদেহ উদ্ধার করা হলেও দুই জঙ্গির মরদেহ উদ্ধার করা হয়নি। অন্যদিকে, ২৫ মার্চ সন্ধ্যায় জঙ্গিদের পেতে রাখা বোমায় প্রাণ হারান দুই পুলিশ অফিসারসহ ৬ জন। এ ঘটনায় অন্তত ৩২ জন আহত হন। একই ঘটনায় আহত র্যাবের গোয়েন্দা প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।