সোমবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার শিমুলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর মোহাম্মদ শাহরিয়ার।
জেলা যুব উন্নয়ন অধিদফতরের সার্বিক সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করে সামাজিক সংগঠন হাসি।
জেলা যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক মো. আবুল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সামছুন নাহার, বাংলাদেশ হেলথ্ অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আবুল ওয়ারেশ পাশা পলাশ, হাসি’র নির্বাহী পরিচালক আশরাফুল আলম লিটন, শিমুলিয়া ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন প্রমুখ।
মাসব্যাপী কর্মসূচিতে ৩০ জন প্রশিক্ষণার্থীকে জেলা যুব উন্নয়ন অধিদফতরের প্রশিক্ষক (মৎস্য) মো. সোলায়মান সরকার প্রশিক্ষণ দেবেন।
বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
ওএইচ/জেডএম