সোমবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার হেমনগর ইউনিয়নের উদ্দমপুরবর্ণী দক্ষিণপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত আব্দুল কাদেরের স্ত্রী।
গোপালপুর থানার উপ পরিদর্শক (এসআই) আবু তাহের বাংলানিউজকে জানান, হেমনগর রেলস্টেশন থেকে কিছুটা দক্ষিণে উদ্দমপুরবর্ণী মসজিদ সংলগ্ম রেললাইনের পূর্বপাশে রোকেয়া বেওয়ার বাড়ি। তিনি দুপুরে বাড়ি থেকে বের হয়ে রেললাইনের পশ্চিম দিকে যাচ্ছিলেন।
এসময় বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে ছেড়ে আসা সরিষাবাড়িগামী একটি ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জিআরপি পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, ১০ এপ্রিল, ২০১৭
আরএ