ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে কমলা রঙের মিষ্টিআলু খাওয়ানো হলো তিনশ’ শিশুকে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
কুড়িগ্রামে কমলা রঙের মিষ্টিআলু খাওয়ানো হলো তিনশ’ শিশুকে

কুড়িগ্রাম: কুড়িগ্রাম সদর উপজেলার নাগদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শতাধিক শিশু শিক্ষার্থীকে খাওয়ানো হয়েছে উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন কমলা রঙের আঁশযুক্ত মিষ্টিআলু।

সোমবার (১০ এপ্রিল) দুপুরে এই মিষ্টিআলু সিদ্ধ করে শিশুদের খাওয়ানো হয়। এছাড়া এসময় তাদের সবাইকে দুই কেজি করে আলু দেওয়া হয়।

এই মিষ্টিআলুর জনপ্রিয়তা এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সাসটেইন প্রজেক্ট ও বাংলাদেশ আলু কেন্দ্রের অর্থায়নে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ও বিদ্যালয় পরিচালনা কমিটির সহায়তায় এই কর্মসূচি বাস্তবায়ন করছে ব্র্যাক বাংলাদেশ।

কুড়িগ্রামের নাগদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এই কর্মসূচিতে বক্তব্য রাখেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মো. আব্দুর রশীদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুজ্জামান ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোবাশ্বের আলী, প্রাইমারি রিসোর্স সেন্টার এর প্রশিক্ষক লস্কর আলী, নাগদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদা বেগম, কৃষিবিদ মহিদুল হাসান মানিক, ব্র্যাকের সাসটেইন প্রজেক্টের আঞ্চলিক ব্যবস্থাপক নাজিম উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মায়েদের কমলা রঙের মিষ্টিআলুর পুষ্টিগুণ এবং এই আলু দিয়ে বিভিন্ন ধরনের খাবার তৈরি করার পন্থা জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।