ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

জামালপুরে গরুবাহী ভটভটির সঙ্গে ট্রেনের সংঘর্ষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
জামালপুরে গরুবাহী ভটভটির সঙ্গে ট্রেনের সংঘর্ষ গরুবাহী ভটভটির সঙ্গে ট্রেনের সংঘর্ষ

জামালপুর: জামালপুর সদরে গরুবাহী ভটভটির সঙ্গে ট্রেনের সংঘর্ষে ৩টি গরু মারা গেছে। সোমবার (১০ এপ্রিল) দুপুর ৩টার দিকে জামালপুরের নান্দিনা রেল স্টেশনের অদূরে বান্দেচাঁন্দি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরে জামালপুর সদর উপজেলার বাঁশচড়া এলাকা থেকে একটি ভটভটি ৪টি গরু নিয়ে শরিফপুর ইউনিয়নের হামিদপুর গ্রামে এক কসাইয়ের বাড়ি যাচ্ছিল। পথে গরুবাহী ভটভটি বাদেচাঁন্দি রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করছিল।

এ সময় ঢাকা থেকে ৭৩৫ নম্বর আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি আসছে দেখে চালক রেলক্রসিং এর উপর গরুসহ ভটভটি রেখে দ্রুত নেমে যান।
 
সেসময় ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা খেয়ে গরুবাহী ভটভটি রেললাইনের পাশে একটি ধান খেতে ছিটকে পড়ে দুমড়ে মুচড়ে যায়। ট্রেনের ইঞ্জিনের হুকের সঙ্গে আটকে যায় একটি গরু। পরে প্রায় ৫শ’ গজ সামনে যাওয়ার পর চালক ট্রেনটি থামিয়ে দেন। পরে স্থানীয়রা ট্রেনের ইঞ্জিনের হুকের সঙ্গে আটকে থাকা গরুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
 
এদিকে ধান খেতে ছিটকে পড়া ভটভটির ২টি গরু গুরুতর জখম হলে তড়িঘড়ি করে স্থানীয়রা জবাই করে ফেলেন। গুরুতর জখম অবস্থায় আরেকটি গরু চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়।

নান্দিনা রেল স্টেশন মাস্টার রবিউল করিম বাংলানিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ১০ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।