ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

আন্তর্জাতিক চুক্তি সংসদে উপস্থাপন না করার দায় সংসদের নয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
আন্তর্জাতিক চুক্তি সংসদে উপস্থাপন না করার দায় সংসদের নয় জাতীয় সংসদের চিফ হুইপ আ. স. ম ফিরোজ

ঢাকা: বিদেশের সঙ্গে সরকারের সম্পাদিত আন্তর্জাতিক চুক্তি সংসদে উপস্থাপন না করার বিষয়ে জাতীয় সংসদের কোনো দায়-দায়িত্ব নেই। বিষয়টি সম্পূর্ণ রাষ্ট্রপতির এখতিয়ার বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ আ. স. ম ফিরোজ। 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর দেওয়া ‘পার্লামেন্ট ওয়াচ’ বিষয়ক গবেষণা প্রতিবেদনের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

সোমবার (১০ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

 

রোববার (০৯ এপ্রিল) সংবাদ সম্মেলনে টিআইবি সপ্তম সংসদ থেকে এয়োদশ অধিবেশন পর্যন্ত সংসদীয় কার্যক্রমের উপর গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। তার প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার ও ইকবালুর রহিম উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, টিআইবির প্রতিবেদনে ওই সময়ের মধ্যে ৫৯টি আন্তর্জাতিক চুক্তি হলেও তা সংসদে তোলা হয়নি। ওই বক্তব্যটি সঠিক নয়। কারণ সংবিধানের ১৪৫ এর ক’ অনুচ্ছেদের বলা হয়েছে, ‘বিদেশের সঙ্গে সম্পাদিত সব চুক্তি রাষ্ট্রপতির কাছে পেশ করা হবে এবং রাষ্ট্রপতি তা সংসদে পেশ করার ব্যবস্থা করবেন। ’ বিষয়টি সংসদের এখতিয়ার নয়।

চুক্তিগুলো আদৌ সংসদে তোলা হয়েছিলো কিনা জানতে চাইলে তিনি বলেন, তোলা হয়নি। রাষ্ট্রপতি উদ্যোগ নেননি বলেই হয়নি। এক্ষেত্রে সংসদের কোনো ব্যর্থতা নেই বলেও তিনি দাবি করেন।

চিফ হুইপ বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের এবারের চুক্তির আগ পর্যন্ত ৮৭টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। বিভিন্ন মেয়াদে বিএনপি সরকারের শাসনামলে ১৩টি চুক্তি এবং জাতীয় পার্টির শাসনামলে ছয়টি চুক্তি স্বাক্ষর হয়। কখনোই ওইসব চুক্তি সংসদে আলোচনা হয়নি। তখন টিআইবি প্রশ্ন তোলেনি।

তিনি বলেন, টিআইবির প্রতিবেদনে দেশের সব সংসদ সদস্যকে ইচ্ছাকৃতভাবে অসম্মান করা হয়েছে। তারা সবসময়ই এ ধরনের উদ্দেশ্যমূলক ও নেতিবাচক গবেষণা প্রতিবেদন প্রকাশের মাধ্যমে সংসদ সদস্যদের হেয় করার লক্ষ্যে কাজ করে। টিআইবির প্রতিবেদনে যেসব অমূলক ভাষা ব্যবহার করা হয়েছে তার সঙ্গে জামায়াত-বিএনপির কোথায় যেন মিল রয়েছে।

আ স ম ফিরোজ বলেন, ‘সংবিধান বিষয়ে সংসদ সদস্যরা ভালো বোঝেন বলেই জনগণ তাদের নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন। টিআইবি এ সম্পর্কে কথা বলতে চাইলে তাদের নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের ভোট নিয়ে সংসদে আসতে হবে।  
তিনি আরো বলেন, কটূক্তি নিয়ে প্রতিবেদনটি সঠিক নয়। এজন্য আমি একজন সংসদ সদস্য হিসেবে সব সংসদ সদস্যের পক্ষ থেকে প্রতিবাদ করছি এবং সংসদ সদস্যদের সম্পর্কে এ ধরণের প্রতিবেদন পেশ না করার অনুরোধ করছি।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
এসএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।