ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
না’গঞ্জে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পৃথক স্থান থেকে দু’টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১০ এপ্রিল) উপজেলার আনন্দবাজার ও ঝাউচর গ্রাম থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বাংলানিউজকে জানান, বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার এলাকার মামরকপুর গ্রামের মেঘনা নদীর তীরবর্তী মেঘনা গ্রুপের বালু ভরাট মাঠে মস্তক বিহীন এক যুবকের মরদেহ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহটি উদ্ধার করে।

মৃত ব্যক্তির পরনে কোনো কাপড় ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলা কেটে হত্যার পর মরদেটি এখানে ফেলে রেখে যায় হত্যাকারীরা।

এদিকে ঝাউচর গ্রামে মনোয়ারা বেগম (৪৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামের আলা উদ্দিনের স্ত্রী ও তিন সন্তানের জননী।

পরিবার সদস্যরা দাবি করেন, ওই গৃহবধূর সঙ্গে তার দেবরের ঝগড়া হয়। এ ঘটনায় অভিমান করে ঘরের আঁড়ার সঙ্গে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মঞ্জুর কাদের।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।