ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

মঙ্গলশোভাযাত্রার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
মঙ্গলশোভাযাত্রার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর- ছবি- দিপু মালাকার

ঢাকা: মঙ্গলশোভাযাত্রার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। 

সোমবার (১০ এপ্রিল) বিকেল ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের মঙ্গলশোভাযাত্রার প্রস্তুতি কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।  

আসাদুজ্জামান নূর বলেন, মঙ্গলশোভাযাত্রার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই, এটি অন্যরকম একটি বিষয়, এটি সংস্কৃতি বিষয়।

অনেকে সমালোচনা করছেন, বন্ধ করতে চাইছেন। সাম্প্রদায়িক শক্তি ও জঙ্গিবাদের প্রতি ঘৃণা প্রদর্শন করতেই এ মঙ্গলশোভাযাত্রা।

তিনি বলেন, অবহমানকাল থেকেই বাঙালি পহেলা বৈশাখ পালন করে আসছে। তবে বর্তমানে এর চরিত্র, ধরণ ও ধারণে পরিবর্তন হয়েছে। আমাদের কাঙ্ক্ষিত যে স্বাধীনতা অর্জন তা পহেলা বৈশাখের মাধ্যমে আমরা তীপ্ত হই।  
নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, নববর্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে শতভাগ নিরাপত্তা নিশ্চিত হওয়া সম্ভব নয়, সংস্কৃতিকর্মীসহ সাধারণ মানুষকে এজন্য এগিয়ে আসতে হবে।  

মন্ত্রী বলেন, ছায়ানটে বোমা হামলা ও বই মেলায় অভিজিৎ রায়কে হত্যার পর অনেকে মনে করেছিল সাধারণ মানুষ বইমেলা কিংবা ছায়ানটে যাবেন না। কিন্তু আমরা এই দু’টি জায়গাতেই যথেষ্ঠ লোক সমাগম লক্ষ্য করেছি। স্বাধীনতার সময় মানুষ এক হয়ে যেমন যুদ্ধ করেছে তেমনি এ অপশক্তিতে রুঁখতে এর বিরুদ্ধে রুঁখে দাঁড়াতে হবে।  

পরে মন্ত্রী চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি ১ ও ২ ঘুরে দেখেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকিসহ চারুকলা অনুষদের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
আরএটি/জেডএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।