সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার সময় উপজেলার চাঁচকৈর বাজারপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রকি মোল্লা ওই এলাকার মৃত মফিজ উদ্দিন মোল্লার ছেলে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বাংলানিউজকে জানান, রকি মোল্লা একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। জানা যায়, তার বাড়িতে প্রায় ৬শ’ পিস ইয়াবা ট্যাবলেট রয়েছে।
এ সংবাদের ভিত্তিতে সন্ধ্যার দিকে রকির বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার শোবার ঘরে খাটের নিচে একটি বাঙ্কারের সন্ধান পাওয়া যায়। সেখানে তল্লাশি করে একটি দেশীয় তৈরি শাটার গান, দুইটি তাজা গুলি, দুইটি গুলির খোসা ও ৬০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
ওসি জানান, এ ঘটনায় রকি মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য ও অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। এর আগেও তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ১০ এপ্রিল, ২০১৭
আরএ