আশুলিয়া, সাভার: আশুলিয়ার জালালাবাদ এলাকার একটি ডাস্টবিন থেকে পরিত্যক্ত অবস্থায় চাপাতিসহ ২০টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাব -৪।
সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার জাতীয় স্মৃতিসৌধের পেছনে জালালাবাদ এলাকার একটি ডাস্টবিন থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
র্যাব ৪ এর সিপিসি-২ মেজর হাকিম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সন্ধ্যায় কয়েকজন পরিচ্ছন্ন কর্মী জালালাবাদ মডেল টাউনের একটি ডাস্টবিনের ময়লা অপসারণ করছিলেন।
এসময় ডাস্টবিনের ভেতরে চাপাতিসহ ২০টি দেশীয় অস্ত্র দেখতে পায়। পরে স্থানীয়রা খবর দিলে ডাস্টবিনের ভেতর থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। তবে কে বা কারা কি কারণে অস্ত্রগুলো এখানে রেখে গেছে তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। কিন্তু যারাই এনেছে তারা অবশ্যই কোন বিশৃঙ্খলা সৃষ্টির জন্যই এনেছিল।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ১০ এপ্রিল, ২০১৭
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।