ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে নকলে সহায়তা করায় ২ শিক্ষকের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
নীলফামারীতে নকলে সহায়তা করায় ২ শিক্ষকের জরিমানা

নীলফামারী: আলিম পরীক্ষায় নকলে সহযোগিতা করার দায়ে নীলফামারীর কিশোরগঞ্জে দুই শিক্ষককে জরিমানা অনাদায়ে ২ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক উত্তম কুমার রায় এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত শিক্ষকরা হচ্ছেন- উপজেলার কেশবা মাদ্রাসার সহকারী শিক্ষক শহীদুল ইসলাম ও বড়ভিটা এইউ ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক আনোয়ার হোসেন।

ওই দুই শিক্ষক পরীক্ষা চলাকালীন ছাত্রদের নকলে সহযোগিতা করছিলেন এমন অভিযোগে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে তাদের ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ২ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি পরীক্ষার দায়িত্ব থেকেও দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মেহেদী হাসান বাংলানিউজকে জানান, পরীক্ষা দুর্নীতিতে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ১০ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।