ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
রাজবাড়ীতে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

রাজবাড়ী: রাজবাড়ীতে আগুনে পুড়ে স্বজনী আক্তার (৬) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যায় জেলা সদরের খানখানাপুর ইউনিয়নের বকু মাতুব্বরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বজনী ওই গ্রামের আজাদ শেখের মেয়ে।

নিহতের ফুফাতো বোন আরিফা আক্তার বাংলানিউজকে বলেন, সন্ধ্যায় স্বজনী ও তার ছোটভাই তাদের টিনের ঘরে কূপি নিয়ে খেলা করছিল। এ সময় কুপিটি উল্টে গিয়ে ঘরের মেঝেতে কেরোসিন তেল ছড়িয়ে পড়ে আগুন ধরে যায়।

স্বজনী ভয়ে ঘরের খাটের উপর আশ্রয় নিয়ে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকে এবং তার ভাই দৌড়ে ঘরের বাইরে চলে আসে। এ সময় রান্নাঘর থেকে তার মা আগুন দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে খাটের উপর আগুন ছড়িয়ে পড়ে স্বজনী দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।  
খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ইউসুফ হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, ১০ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।