ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

কাফরুলে দুর্বৃত্তের গুলিতে ডিস ব্যবসায়ী আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
কাফরুলে দুর্বৃত্তের গুলিতে ডিস ব্যবসায়ী আহত

ঢাকা: রাজধানী কাফরুল থানার একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মো. জালাল উদ্দিন (৩৫) নামে এক ডিস ব্যবসায়ী আহত হয়েছেন।

সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাফরুল থানার ইব্রাহিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতের ভাই আলাউদ্দিন বাংলানিউজকে জানান, জালাল উদ্দিন ডিসের ব্যবসা করেন।

সন্ধ্যায় তিনি ডিসের অফিসের সামনে ছিলেন। এ সময় একটি প্রাইভেটকারযোগে কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে কোমরে গুলিবিদ্ধ হন জালাল উদ্দিন।

পরে তাকে উদ্ধার করে প্রথমে মিরপুরের আল-হেলাল স্পেশালাইজড হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

নিজেকে কাফরুল থানার ১৬ নম্বর ওয়ার্ডের প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদক বলেও দাবি করেন আলাউদ্দিন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
এজেডএস/ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।