ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
সাতক্ষীরায় যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়ন যুবলীগের সাংগাঠনিক সম্পাদক রাসেল কবিরকে গুলি হত্যা করেছে দুর্বৃত্তরা।  

সোমবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
 
নিহত রাসেল কবির ২০১৩ সালে জামায়াত শিবিরে সহিংসতায় নিহত সাতক্ষীরা সদর উপজেলা কুচপুকুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।

 

নিহতের চাচা নজরুল ইসলাম জানান, তার ভাই সিরাজুল ইসলামকে দুবৃত্তরা ২০১৩ সালের যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির রাতে নিজ বাড়িতে গুলি করে হত্যা করে। এরপর গত ২৫ মে সন্ত্রাসীরা রাসেলকে গুলি করে হত্যার চেষ্টা করে। এ ঘটনার পর থেকে সে নিজ বাসায় থাকতো না। সে সাতক্ষীরা শহরের রাজারবাগান কলেজের পার্শ্ববর্তী একটি ভাড়াবাড়িতে থাকতো। সোমবার রাত সাড়ে ৯টার দিকে বাড়িতে থাকা অবস্থায় দুবৃত্তরা তাকে লক্ষ্যে করে পর পর কয়েকটি গুলি ছোড়ে। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। পুলিশ হত্যাকারীদের গ্রেফতারে কাজ শুরু করেছে।

বাংলাদেশ সময়: ২৩৫১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।