ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

আশুলিয়া শিশু হত্যা মামলার আসামি গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
আশুলিয়া শিশু হত্যা মামলার আসামি গ্রেফতার

সাভার:  আশুলিয়ার জামগড়া এলাকায় শাহাদাত নামে ৫ বছরের শিশুকে পিটিয়ে হত্যা মামলার অভিযুক্ত আসামি জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যায় আশুলিয়ার বাড়ইপাড়া বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত মাদকাসক্ত জাহাঙ্গীর (৩৪) আশুলিয়ার জামগড়া এলাকার আহম্মেদ আলীর ছেলে।



আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) অহিদ মিয়া বাংলিইনউজকে বলেন, গত ১ই এপ্রিল শিশু শাহাদাতকে রড দিয়ে পিটিয়ে হত্যার পর পালিয়ে যায় জাহাঙ্গীর। পরে বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকার পর আজকে তার অবস্থান নিশ্চিত করতে পারি। এসময় বাড়ইপাড়া এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, তার বিরুদ্ধে শিশু শাহাদাতের বাবা বাদী হয় আশুলিয়া থানায় মামলা দায়ের করে। প্রাথমিকভাবে রড দিয়ে পিটিয়ে হত্যার কথা স্বীকার করে বলে জানান তিনি।

উল্লেখ্য, আশুলিয়ার জামগড়া মনির মার্কেট এলাকার কাঠ মিস্ত্রি আব্দুল সাত্তার দুই ছেলে ও স্ত্রী নিয়ে বসবাস করতেন। গত ১ এপ্রিল বাসায় পরিবারের কেউ না থাকায় স্থানীয় মাদকাসক্ত যুবক জাহাঙ্গীর বাড়িতে চুরি করতে প্রবেশ করে। চুরির এক পর্যায়ে শিশু শাহাদাত ও হান্নান দেখে ফেলায় জাহাঙ্গীর শিশু শাহাদাতকে পিটিয়ে ঘটনাস্থলেই হত্যা করে পালিয়ে যায়। এর পর থেকে মাদকাসক্ত জাহাঙ্গীর আত্মগোপনে থাকে।

বাংলাদেশ সময়: ০৪১৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।