ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

মাদক সেবনকালে বরিশালে ছাত্রাবাস থেকে আটক ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
মাদক সেবনকালে বরিশালে ছাত্রাবাস থেকে আটক ৬

বরিশাল: মাদক সেবনকালে বরিশাল নগরীর একটি ছাত্রাবাস থেকে ৬ জন মাদকসেবিকে আটক করেছে পুলিশ।

সোমবার (১০ এপ্রিল) রাত ১০টার দিকে নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের আলমগীর ছাত্রবাসের ৫১২ নম্বর কক্ষ থেকে তাদের আটক করে পুলিশ।

আটকরা হলেন- খায়রুল ইসলাম (১৮), সবুজ (২২), গোবিন্দ চন্দ্র (১৮), ফজলে রাব্বি (১৮), ফয়সাল সরদার (১৭) ও ইমরান হাওলাদার (১৮)।



আটকেরা সবাই সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র বলে হোস্টেল সুপার শফিকুল ইসলাম বাংলানিউজের কাছে নিশ্চিত করেছেন।

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন বাংলানিউজকে জানান, শিক্ষকদের অভিযোগের ভিত্তিতে তাদের উপস্থিতিতেই বটতলা আলমগীর ছাত্রাবাসে অভিযান চালানো হয়।

তিনি বলেন, এসময় হলের ভেতরে বিভিন্ন কক্ষে ইয়াবা সেবককালে তাদেরকে হাতে নাতে আটক করে থানায় নিয়ে আসা হয়। তাদের কাছ থেকে কিছু ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ঘণ্টা এপ্রিল ১১, ২০১৭
এমএস/এমএ/বিএস  

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।