সোমবার (১০ এপ্রিল) রাতে দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, ঠাকুরগাঁও শহরের লাবনী অ্যালুমিনিয়াম নামের একটি দোকানের গোডাউন থেকে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে প্রথমে নিজেরা নিয়ন্ত্রণ আনার চেষ্টায় করে।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বাংলানিউজকে বলেন, ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এঘটনায় কয়েকটি দোকান পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় একজন ফায়ার সার্ভিসকর্মী ও এক শিশুসহ তিনজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০৫৫৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
বিএস