ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

বুড়িচংয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
বুড়িচংয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাকিব (১২) নামের এক স্কুল ছাত্র নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১০ এপ্রিল) উপজেলার ভারেল্লা ইউনিয়নের আবিদপুর এলাকায় বিকেলে এ দুঘর্টনা ঘটে।
নিহত সাকিব বুড়িচং উপজেলা সদরের জগতপুর গ্রামের মাংস বিক্রেতা জালাল উদ্দিনের ছেলে।

সে বুড়িচং মডেল একাডেমীর ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। আহতদের মধ্যে একজনের একই গ্রামের অপু (১৪)। বাকি আরেক জনের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার আবিদপুর এলাকা থেকে দু’জন আরোহী নিয়ে সাকিব মোটরসাইকেল করে নিমসার যাচ্ছিলেন। এ সময়  মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা তালগাছের সঙ্গে ধাক্কা লাগে। এ ঘটনায় সাকিবসহ বাকি দুই জন আরোহী  গুরুতর আহত হয়। পরে তাদের গোমতি হাসপাতালে নিয়ে গেলে সাকিব মারা যান।
নিহত সাকিবের বাবা জালাল উদ্দিন তার ছেলের মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৬০১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
এমএ/বিএস  

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।