সোমবার (১০ এপ্রিল) উপজেলার ভারেল্লা ইউনিয়নের আবিদপুর এলাকায় বিকেলে এ দুঘর্টনা ঘটে।
নিহত সাকিব বুড়িচং উপজেলা সদরের জগতপুর গ্রামের মাংস বিক্রেতা জালাল উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার আবিদপুর এলাকা থেকে দু’জন আরোহী নিয়ে সাকিব মোটরসাইকেল করে নিমসার যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা তালগাছের সঙ্গে ধাক্কা লাগে। এ ঘটনায় সাকিবসহ বাকি দুই জন আরোহী গুরুতর আহত হয়। পরে তাদের গোমতি হাসপাতালে নিয়ে গেলে সাকিব মারা যান।
নিহত সাকিবের বাবা জালাল উদ্দিন তার ছেলের মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৬০১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
এমএ/বিএস