বিপুল সংখ্যক সামাজিক-সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান উৎসব ও আনন্দের মধ্যে বাংলা বর্ষবিদায় ও বর্ষবরণে নানা অনুষ্ঠানমালার আয়োজন করেছে।
বাংলা নববর্ষকে ব্যাপক আয়োজনে বরণ করতে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) চারুকলা ইনস্টিটিউটে এখন চলছে বিশাল কর্মযজ্ঞ।
সোমবার (১০ এপ্রিল) দুপুরে সরেজমিনে বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, চারুকলার সকল বর্ষের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী মুখোশ, হুতোম পেঁচা, লক্ষ্মী পেঁচা, রূপকথার দৈত্যসহ বিভিন্ন চরিত্র, হাতি, ঘোড়া, হরিণ, বাঘ, কবুতর, সাধারণ নারী-পুরুষের মুখাবয়ব ইত্যাদি তৈরি করছেন। এসব তৈরিতে বিচিত্র উজ্জ্বল রঙের ব্যবহার করছেন তারা।
খুবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এসএম আতিয়ার রহমান বাংলানিউজকে জানান, সাড়ম্বরে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ-১৪২৪ উদ্যাপনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
দু’দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ৩০ চৈত্র (১৩ এপ্রিল) মেলা (দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত), ঘুড়ি উৎসব ও বিকেল ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) সকাল ৬টা ৪৫ মিনিটে বর্ষ আবাহন, মেলা (সকাল ৬টা ৪৫ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত), ৭টা ৪৫ মিনিটে মঙ্গল শোভাযাত্রা (শিববাড়ি মোড় থেকে ময়লাপোতা হয়ে রয়েল চত্বর), সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান (প্রথম পর্ব) ও বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান (দ্বিতীয় পর্ব)।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী বৈশাখী মেলায় লাঠিখেলা, ম্যাজিক শো’, নাগরদোলা ও পর্যাপ্ত সংখ্যক স্টলের আয়োজন থাকছে।
খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির গনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম শফিক বাংলানিউজকে জানান, পহেলা বৈশাখ সকাল ৮টায় ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হবে। দুপুর তিনটায় ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনের সামনে বর্ষবরণে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
খুলনা জেলা প্রশাসনের কর্মসূচির মধ্যে রয়েছে- পহেলা বৈশাখ সকাল ৭টায় নগরীর শিববাড়ি মোড় থেকে অফিসার্স ক্লাব পর্যন্ত মঙ্গল শোভাযাত্রা, সকাল সাড়ে ৭টায় জেলা প্রশাসকের বাংলোর বকুলতলায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা উৎসব এবং সন্ধ্যা সাড়ে ৬টায় জাতিসংঘ শিশু পার্কে ‘বাংলা নববর্ষের ঐতিহ্য ও ইতিহাস’ নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
জাতিসংঘ পার্কে আব্বাস উদ্দীন একাডেমির চার দিনব্যাপী বৈশাখী মেলা, শহীদ হাদিস পার্কে খুলনা জেলা শিল্পকলা একাডেমির তিন দিনব্যাপী (বিকেল পাঁচটা থেকে রাত ১০টা পর্যন্ত) লোকজ সাংস্কৃতিক উৎসব এবং কালেক্টরেট প্রাঙ্গনে বাংলাদেশ উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, খুলনার নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য নিয়ে তিন দিনব্যাপী বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে। এসব মেলা ও উৎসবের স্থানও বর্ণিল সাজে সাজানো হচ্ছে।
এদিকে বাঙালির প্রাণের উৎসব বর্ষবরণ উৎসবে যেকোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা রোধে খুলনা মেট্রোপলিটন পুলিশের মহানগর বিশেষ শাখা (সিটিএসবি) বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।
বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
এমআরএম/এএসআর