মঙ্গলবার (১১ এপ্রিল) ভোরে ও সন্ধ্যায় তাদের আটক করা হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, মঙ্গলবার ভোরে বামন্দী পুলিশ ক্যাম্পের একদল পুলিশ চককল্যাণপুর গ্রামে অভিযান চালিয়ে মজিরুদ্দীনের ছেলে মাদক ব্যবসায়ী আতিয়ার রহমানকে আটক করে।
অপরদিকে, সন্ধ্যায় পীরতলা পুলিশ ক্যাম্পের একদল পুলিশ কাজীপুর গ্রামে অভিযান চালিয়ে খাইরুল ইসলামের ছেলে মাদক ব্যবসায়ী হোসেন আলীকে (২২) আটক করে। এসময় তার কাছ থেকে ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, ১১ এপ্রিল, ২০১৭
আরএ