ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে মাদকসহ ২ ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
মেহেরপুরে মাদকসহ ২ ব্যবসায়ী আটক

মেহেরপুর: মেহেরপুরে পৃথক অভিযানে ফেনসিডিল, হোরোইন ও ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে গাংনীর বামন্দী ও পীরতলা পুলিশ ক্যাম্প।

মঙ্গলবার (১১ এপ্রিল) ভোরে ও সন্ধ্যায় তাদের আটক করা হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, মঙ্গলবার ভোরে বামন্দী পুলিশ ক্যাম্পের একদল পুলিশ চককল্যাণপুর গ্রামে অভিযান চালিয়ে মজিরুদ্দীনের ছেলে মাদক ব্যবসায়ী আতিয়ার রহমানকে আটক করে।

এসময় তার কাছ থেকে একশ’ পিস ইয়াবা ও ১৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

অপরদিকে, সন্ধ্যায় পীরতলা পুলিশ ক্যাম্পের একদল পুলিশ কাজীপুর গ্রামে অভিযান চালিয়ে খাইরুল ইসলামের ছেলে মাদক ব্যবসায়ী হোসেন আলীকে (২২) আটক করে। এসময় তার কাছ থেকে ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, ১১ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।