সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সাতক্ষীরা সদর থানা থেকে ১৫ জন, কলারোয়া থানায় ৮, তালা থানায় ৭, কালিগঞ্জ থানায় ৩, শ্যামনগর থানায় ৬, আশাশুনি থানায় ৫, দেবহাটা থানায় ১ ও পাটকেলঘাটা থানা থেকে পুলিশ ৫ ও জেলা গোয়েন্দা (ডিবি) ১ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা এবং মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, ১১ এপ্রিল, ২০১৭
আরএ