মঙ্গলবার (১১এপ্রিল) বেলা সোয়া ১১টার পর গুলশান-২ নং সার্কেলের ৭৯ নং রোডের ইতালিয়ান দূতাবাসের সামনের অবৈধ ব্লক ভাঙার মধ্য দিয়ে শুরু হয় উচ্ছেদ অভিযান।
অভিযানের নেতৃত্ব দিচ্ছেন ডিএনসিসি মেয়র আনিসুল হক।
![উচ্ছেদ অভিযান](http://www.banglanews24.com/media/imgAll/2016October/bg/ucched-bg20170411114029.jpg)
এর আগে মেয়র আনিসুল হক এসব কূটনৈতিক অফিসে বার্তা পাঠিয়েছিলেন। নিজ উদ্যোগে সরিয়ে না নেওয়া এসব অবৈধ ব্লক ও পুলিশ বক্স উচ্ছেদ করবে ডিএনসিসি।
একই অভিযোগে আরও চার দূতাবাসে যাচ্ছে মেয়রের চিঠি। রাশিয়া, অস্ট্রেলিয়া, জার্মান ও সৌদি দূতাবাসে এ সংক্রান্ত চিঠি দেবেন মেয়র আনিসুল হক।
নিজ উদ্যোগে দূতাবাসগুলো যেন এসব অবৈধ অংশ সরিয়ে নেয় সেজন্যই চিঠি দেওয়া হবে। এরপরও না সরানো হলে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে।
**দুই দূতাবাসের অবৈধ অংশ ভাঙা পড়ছে
বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭/আপডেট: ১১৩৭ ঘণ্টা
এসএম/জেডএস